Categories: LATEST JOBWB JOB NEWS

গ্রুপ ডি, গ্রুপ সি, অঙ্গনওয়ারী, আশা, ব্যাংক ও রেলে বিপুল চাকরির সুযোগ, এখনই আবেদন করুন -WB Govt Job Recruitment

Published by
Mr Jobre

আপনি যদি একজন চাকরি প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে দারুণ সুসংবাদ। কেননা আপনার জন্য বর্তমানে বেশ কয়েকটি বিজ্ঞপ্তি নিয়ে উপস্থিত হয়েছি যার মাধ্যমে কয়েক হাজার শূন্যপদ রয়েছে। শুধু তাই এক্ষেত্রে নূন্যতম অষ্টম পাশ থেকে আবেদন করা যাবে। রাজ্য সরকার (WB Govt Job Recruitment) সহ কেন্দ্র সরকারের ( Central Government Job Recruitment) বিভিন্ন পদে বিপুল শূন্যপদে বর্তমানে নিয়োগ চলছে। আসুন তাহলে আজকে সংশ্লিষ্ট নিয়োগের বিজ্ঞপ্তি সম্পর্কে নিচে ধাপে ধাপে আলোচনা করা হচ্ছে।

আজকের প্রতিবেদনে যে সমস্ত কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি গুলি নিয়ে উপস্থিত হওয়া গেল তাতে রাজ্য সরকার (WB Govt Job Recruitment)  ও কেন্দ্র সরকার অর্থাৎ উভয় সরকারের চাকরির (Both Govt Job Recruitment) সুযোগ রয়েছে। নিজের যোগ্যতা অনুযায়ী পছন্দ মতো চাকরির সুযোগ পেতে পারেন। তবে নিচে আলোচিত নিয়োগ গুলির মধ্যে হইতো অনেক ক্ষেত্রে আপনি আবেদন করেছেন অথবা আবেদন করেননি। যদি আপনার চাকরির আবেদন করতে মিস না হয়ে যায় সে কারনে চলতি মাসে আবেদন চলছে এমন কয়েকটি বিজ্ঞপ্তি নিয়ে নিয়ে আলোচনা করা হল।

 

WB District Court Recruitment : পশ্চিমবঙ্গের জেলা আদালতে 74 টি শূন্যপদে গ্রুপ ডি, সি ও বি তে চাকরির সুযোগ রয়েছে। এক্ষেত্রে অষ্টম থেকে মাধ্যমিক কিংবা গ্রেজুয়েট যোগ্যতায় আবেদন করতে পারবেন। অনলাইন আবেদন করতে পারবেন 20 আগস্ট পর্যন্ত। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। আরও পড়ুন 

 

Anganwari Workers And Helper Recruitment : পশ্চিমবঙ্গের দুই জেলায় বর্তমানে অঙ্গনওয়ারী কর্মী ও সহায়িকা নিয়োগ করার আবেদন চলছে । যদি মহিলা প্রার্থীদের যোগ্যতা উচ্চ মাধ্যমিক থেকে থাকে তাহলে আবেদন জানাতে পারবেন। ইতিমধ্যে দক্ষিণ দিনাজপুর ও বাকুড়া জেলা আবেদন চলছে। আবেদন করার শেষ তারিখ যথাক্রমে 25 আগস্ট ও 16 আগস্ট।

 

Asha Workers Recruitment : পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্লক অনুযায়ী শূন্যপদ ভাগ করা রয়েছে। মাধ্যমিক পাশ যোগ্যতায় সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা এমন আরও কিছু জরুরি যোগ্যতার অধিকারী মহিলা প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। অফলাইন আবেদন পত্র জমা করতে পারবেন 30 আগস্ট পর্যন্ত। আরও পড়ুন

 

Calcutta High Court Recruitment : কলকাতা হাইকোর্টের অধীনে 291 জন লোয়ার ডিভিশন অ্যাসিস্টেন্ট পদে নিয়োগ করা হচ্ছে। উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন। শিলিগুড়ি সহ কলকাতায় পরীক্ষা দেওয়ার সেন্টার দেওয়া হবে। অনলাইনে আবেদন করতে পারবেন 26 আগস্ট 2024 তারিখ পর্যন্ত। আরও পড়ুন 

 

Indian Railway Recruitment : ভারতীয় রেলের তরফে প্রায় ৭ হাজারেরও বেশি শূন্যপদে কর্মী নিয়োগ চলছে। অনলাইনে আবেদন করতে পারবেন 29 আগস্ট পর্যন্ত। আরও পড়ুন 

 

Bank Job Recruitment : দেশের বিভিন্ন ব্যাংক গুলিতে IBPS  এর মাধ্যমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইতিমধ্যে অনলাইনে আবেদন চলছে। যোগ্যতার নিরিখে ছেলে ও মেয়ে সকলে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করতে পারবেন 21 আগস্ট 2024 তারিখ পর্যন্ত। আরও পড়ুন 

 

রাজ্য সরকার কিংবা কেন্দ্র সরকারের উপরোক্ত নিয়োগ গুলি সম্পর্কে আমাদের ওয়েবসাইটে প্রতিবেদন দেওয়া রয়েছে। আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে Homepage খুলুন।

 

আবেদন করতে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে বিস্তারিত পড়ুন – আরও পড়ুন 

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Mr Jobre

I writing content for several years. I write content related to job,scheme,business and educational related update. Please forgive me for any typing mistake or others.

Share
Published by
Mr Jobre

This website uses cookies.