BECIl সংস্থায় সুপারভাইজার ও MTS পদে মাধ্যমিক পাশে চাকরির সুযোগ – Supervisor Job Recruitment

Published by
Team JR

প্রার্থীদের জন্য ফেরদা দারুন সুসংবাদ। আপনার শিক্ষাগত যোগ্যতা যদি মাধ্যমিক পাস কিংবা উচ্চ মাধ্যমিক পাস থাকে তাহলে আপনার জন্য সুপারভাইজার ও MTS পদে চাকরির দারুন সুযোগ দিচ্ছে BECIL সংস্থা। বিজ্ঞপ্তি প্রকাশ করে যোগ্য প্রার্থীদের কাছে আবেদন চাওয়া হয়েছে। যে সমস্ত প্রার্থীরা BECIL সংস্থার সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চাই তারা শেষ পর্যন্ত পড়বেন। নিচে শূন্য পদ, আবেদন পদ্ধতি, যোগ্যতা, বয়স ও অন্যান্য বিস্তারিত আলোচনা করা হবে। BECIL Supervisor and MTS Job Recruitment

পদের নাম সমূহ : BECIL সংস্থার প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে দুই ধরনের পদে নিয়োগ করা হবে। প্রথমত সুপারভাইজার পদে নিয়োগ করা হবে এবং দ্বিতীয়তঃ মাল্টি টাস্কিং স্টাফ পদে নিয়োগ করা হবে। এছাড়া বিস্তারিত জানতে সংশ্লিষ্ট অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন।

 

শিক্ষাগত যোগ্যতা : শিক্ষাগত যোগ্যতা হিসেবে সুপারভাইজার পদে আবেদন করতে উচ্চ মাধ্যমিক পাস বা তার সমতুল্য যোগ্যতা থাকতে হবে।  মাল্টি টাস্কিং স্টাফ হতে আবেদন জানাতে চাই তাদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে মাধ্যমিক পাস কিংবা তার সমতুল্য যোগ্যতা থাকতে হবে।

 

মাসিক বেতন : যে সমস্ত প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে উপরোক্ত পদগুলিতে নিযুক্ত হবেন তাদের মাসিক বেতন হিসাবে 18 হাজারের বেশি টাকা দেওয়া হবে।

 

আবেদন পদ্ধতি : যে সমস্ত চাকরিপ্রার্থীরা সংশ্লিষ্টদের ক্ষেত্রে আবেদন জানাতে চাই তাদের এক্ষেত্রে একটি আবেদন পত্র অফলাইন মাধ্যমে জমা করতে। অফলাইন আবেদন পত্রটি অফিসিয়াল নোটিসের সঙ্গে দেওয়া রয়েছে সেটি ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে নিতে হবে এবং জরুরি সমস্ত তথ্য নির্ভুলভাবে পূরণ করে সংশ্লিষ্ট ঠিকানায় পোস্ট অফিস মারফত জমা করতে হবে। মনে রাখতে হবে আবেদন পত্রের সঙ্গে সংশ্লিষ্ট নিয়োগের সমস্ত জরুরী ডকুমেন্টস সঙ্গে অভিজ্ঞতা সার্টিফিকেটসহ একটি খামের ভেতর ভরে নির্দিষ্ট সময়ের আগে জমা করতে হবে।

 

আবেদন মূল্য : আবেদনকারীদের ক্ষেত্রে পদ অনুযায়ী এবং ক্যাটাগরি অনুযায়ী আবেদনমূল্য জমা করতে হবে। নিচে অফিসিয়াল নোটিশ ডাউনলোড লিংক থেকে নোটিশ ডাউনলোড করে বিস্তারিত জেনে নিন।

 

আবেদন পত্র জমা করার ঠিকানা : চাকরিপ্রার্থীদের এক্ষেত্রে অফলাইন মাধ্যমে আবেদন করার শেষ তারিখ হিসেবে 19 আগস্ট 2024 তারিখ উল্লেখ রয়েছে।

 

আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে আগে বিস্তারিত জেনে নিবেন –

Official Notification : Download 

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Team JR

Team JR write content for several years. We have well experience in content writing such as job and scheme or other educational and career update. Thank you

Share
Published by
Team JR

This website uses cookies.