BECIL সংস্থায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, 10 সেপ্টেম্বর আবেদন করে ফেলুন -Data Entry Operator

ভারতের ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট লিমিটেড (BECIL) এর তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে এসিস্ট্যান্ট ও ডাটা এন্ট্রি অপারেটর (DEO) পদে নিয়োগ করা হবে।যোগ্যতার নিরিখে বেকার যুবক-যুবতী সকলেই এই পদগুলিতে আবেদন করতে পারবেন। ভারতের স্থায়ী বাসিন্দা হলে প্রার্থীরা আবেদনের যোগ্য হবে। যে সমস্ত চাকরিপ্রার্থীরা ভারতীয় সিমেন্ট কর্পোরেশনের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চাই তারা শেষ পর্যন্ত পড়বেন। নিচে সংশ্লিষ্ট নিয়োগ সম্পর্কে ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করা হচ্ছে।

BECIL সংস্থায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, 10 সেপ্টেম্বর আবেদন করে ফেলুন -Data Entry Operator

প্রথমে আসা যাক কি কি পদে নিয়োগ করা হবে : এক্ষেত্রে বেশ কয়েক ধরনের পদে নিয়োগ করা হবে –

1.টেকনিকাল এসিস্ট্যান্ট (টেকনিক্যাল এবং অপারেশন)

2. ডাটা এন্ট্রি অপারেটর (HR)

3. টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (MM)

4. ডাটা এন্ট্রি অপারেটর ( Vigilance)

 

বয়স সীমা : যে সমস্ত প্রার্থীর আবেদন জানাতে চাই তাদের এক্ষেত্রে সর্বাধিক বয়স থাকতে হবে ৪০ বছরের মধ্যে। এক্ষেত্রে টেকনিক্যাল এসিস্ট্যান্ট ( টেকনিক্যাল ও অপারেশন) বিভাগের ক্ষেত্রে শুধু সর্বাধিক বয়স ৩৫ বছর থাকতে হবে।

 

শিক্ষাগত যোগ্যতা :যে সমস্ত প্রার্থীরা সংশ্লিষ্ট পদগুলিতে আবেদন জানাতে চাই তাদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে যেকোনো শাখায় গ্রেজুয়েট পাশ করতে হবে। পাশাপাশি কম্পিউটার জ্ঞান থাকতে হবে এবং মাইক্রোসফট এর যাবতীয় কাজ জানতে হবে। টেকনিক্যাল এসিস্ট্যান্ট( টেকনিক্যাল ও অপারেশন)পদের জন্য বিটেক যোগ্যতা থাকলেও আবেদন করা যাবে। এছাড়াও প্রার্থীদের পদ অনুযায়ী অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা থাকতে হবে, তার জন্য অফিশিয়াল নোটিশের দেওয়া ডাটা উল্লেখ করা হলো।

 

মাসিক বেতন : নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে বেতন হিসেবে ৩০,০০০ টাকা দেওয়া হবে। বেতন সংক্রান্ত বিস্তারিত জানতে অফিশিয়াল নোটিশ দেখে নিবেন।

 

আবেদন পদ্ধতি : যে সমস্ত প্রার্থীরা উপরোক্ত পদগুলিতে আবেদন জানাতে ইচ্ছুক তাদের এক্ষেত্রে অফলাইন মাধ্যমে একটি আবেদন পত্র পোস্ট অফিসের মাধ্যমে জমা করতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনের সমস্ত ডকুমেন্টস এর জেরক্স কপি সহ অভিজ্ঞতা কিংবা অন্যান্য জরুরি ডকুমেন্টস থাকলে তার জেরক্স কপিও জমা করতে হবে। সঙ্গে অবশ্যই আবেদনমূল্য জমা করার স্লিপও জমা করতে হবে।

 

আবেদনপত্র জমা করার ঠিকানা : Broadcast Engineering Consultants India Limited (BECIL),BECIL BHAWAN, C-56/A-17, Sector-62,Noida-201307 (U.P).

 

আবেদন মূল্য : প্রার্থীদের এক্ষেত্রে অফলাইনের মাধ্যমে সাধারণ, ওবিসি কিংবা মহিলাদের জন্য ৫৯০ টাকা এবং অন্যান্য সংরক্ষিতদের জন্য ২৯৫ টাকা আবেদন মূল্য জমা করতে হবে।

 

আবেদনপত্র জমা করার শেষ তারিখ : অফলাইনে আবেদনপত্র জমা করা যাবে ১০ সেপ্টেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত।

অফিসিয়াল নোটিশ : ডাউনলোড 

Team JR
Team JR

Team JR write content for several years. We have well experience in content writing such as job and scheme or other educational and career update. Thank you

Articles: 664