বন্ধন ব্যাংকে জেলায় জেলায় থেকে হাজার হাজার চাকরি, নূন্যতম যোগ্যতায় সুযোগ -Bandhan Bank Job Recruitment

পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য ফের নয়া সুসংবাদ। এবার রাজ্যে বন্ধন ব্যাংকে চাকরির দারুণ সুযোগ আপনার হাতে। বেকার যুবক যুবতীদের বন্ধন ব্যাংকে চাকরির জন্য আবেদনের দারুণ সুযোগ দিচ্ছে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে বেকার যুবক যুবতীরা আবেদন জানাতে পারবেন। পুরুষ কিংবা মহিলা সকলের জন্য দারুণ সুযোগ দিচ্ছে বন্ধন ব্যাংক। যে সকল চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী তারা শেষ পর্যন্ত পড়বেন। Bandhan Bank Job Recruitment

Bandhan Bank Job Recruitment

যে যে বিভাগে শূন্যপদ রয়েছে : নিচে শূন্যপদ গুলি উল্লেখ করা হলো –

1. প্রশাসন

 2. কৃষি ব্যবসা

 3.Analytics/BIU/কর্পোরেট কৌশল

 4.অডিট

 5.ব্যাংকিং অপারেশন এবং গ্রাহক সেবা

 6. শাখা ব্যাংকিং

 7. কমপ্লায়েন্স

 8. কর্পোরেট বেতন

 9. কর্পোরেট পরিষেবা

 10.ডিজিটাল ব্যাংকিং

 11. অর্থ ও হিসাব

 12. হাউজিং ফাইন্যান্স

 13. মানবসম্পদ

 14.IT

 15.আইনি/ভিজিল্যান্স

 16.বিপণন

 17.মাইক্রো ব্যাংকিং

 18.অন্যরা

 19. খুচরা সম্পদ

 20. ঝুঁকি

 21.এসএমই এবং এমএসএমই ব্যাঙ্কিং

 22. ট্রেড ফাইন্যান্স

 23. কোষাগার

 24. পাইকারি ব্যাংকিং

 

শিক্ষাগত যোগ্যতা ( Bandhan Bank Educational Qualification) : Bandhan Bank এর সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন পদে নিয়োগ করা হবে, তাই শিক্ষাগত যোগ্যতাও বিভিন্ন পদের জন্য আলাদা আলাদা হয়ে থাকবে। এক্ষেত্রে মাধ্যমিক থেকে উচ্চ যোগ্যতা পর্যন্ত বিভিন্ন পদে আবেদন করতে পারবেন । তবে শূন্যপদ এবং তার সঙ্গে সম্পর্ক যুক্ত যোগ্যতা অনুযায়ী নিয়োগ করা হবে।

বয়স সীমা ( Age Limit) :

 যদিও এক্ষেত্রে বয়স সম্পর্কে সঠিক উল্লেখ নেই। প্রার্থীদের বয়স কমপক্ষে 18 বছর থাকতে হবে। এছাড়াও প্রার্থীদের শারীরিক ফিটনেস অবশ্যই থাকতে হবে।

 

আবেদন প্রক্রিয়া ( Bandhan Bank Career Application Process) : 

যে সমস্ত চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তাদের এক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনের মাধ্যমে আবেদন করতে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। এর আগে একটি সুন্দর বায়োডাটা প্রস্তুত করে রাখতে হবে এবং সংশ্লিষ্ট আবেদন লিঙ্কে ক্লিক করে বায়োডাটা টি আপলোড করতে হবে। এরপর কিছুদিন অপেক্ষা করতে হবে।

 

নিয়োগ প্রক্রিয়া ( Bandhan Bank Recruitment Process) 

যে সকল চাকরি প্রার্থীরা সফল ভাবে আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী পদ খালি থাকলে তার সঙ্গে সংশ্লিষ্ট দপ্তর থেকে যোগাযোগ করা হবে। অবশ্যই যাচাই করে তারপরে পরবর্তী পদক্ষেপ নিবেন ( বন্ধন ব্যাংকের অফিসিয়াল আপডেট ছাড়া কোনো প্রতারণার ফাঁদে পরবেন না)। সবকিছু যাচাই করার পরে প্রার্থীকে ট্রেনিং দিয়ে সংশ্লিষ্ট পদে নিযুক্ত করা হবে। সংশ্লিষ্ট দপ্তর কর্তৃক ছাড়া অন্য কোনো মাধ্যমে নিয়োগ দেওয়া হয় না। তাই অবশ্যই নিজ দায়িত্বে যাচাই করে নিবেন।

 

আবেদন করার পূর্বে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আগে বিস্তারিত জেনে নিবেন। এরপর পরবর্তী পদক্ষেপ নিবেন। কেননা বর্তমানে বহু প্রতারক ছড়িয়ে রয়েছে। তাই অফিসিয়াল ভাবে আপডেট পেলে তবেই পরবর্তী পদক্ষেপ নিবেন। এক্ষেত্রে চাকরি পেতে কোনো টাকা চাওয়া হয় না।

Official Website : Click Here

Telegram Channel Join Now
WhatsApp Group Join Now

Leave a Comment