Bandhan Bank জেলায় জেলায় কাজের সুযোগ, এখনই আবেদন করে ফেলুন – Bandhan Bank Career Opportunity

Bandhan Bank Career Opportunity: রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য অসাধারণ সুখবর। রাজ্যের জেলায় জেলায় বন্ধন ব্যাংকে কর্মী নিয়োগ করছে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ। জানানো হয়েছে, যোগ্যতা থাকলে সকলে এই পদে আবেদন করতে পারবে। ছেলে ও মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা হলে আবেদন করতে পারবেন। যে সকল চাকরি প্রার্থী উপরোক্ত নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তাদের আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে নিচে শেষ অবধি পড়বেন । Bandhan Bank Reqruitment Career

 

মোট শূন্যপদ : এক্ষেত্রে প্রতিনিয়ত কর্মচারি নিয়োগ করে চলেছে বন্ধন ব্যাংক। তবে স্পষ্ট শূন্যপদ উল্লেখ নেই কিন্তু আপনি আবেদন করলে আপনার ঠিকানা অনুযায়ী ও যোগ্যতা অনুযায়ী শূন্যপদ থাকলে সরাসরি ডেকে নিয়ে চাকরি দেওয়া হবে।

কী কী শূন্যপদে নিয়োগ করা হবে?

সাধারণ অফিস স্টাফ ও দলের কাজে কর্মী নিয়োগ করা হয়ে থাকে কিন্তু এছাড়াও অফিসিয়াল ওয়েবসাইট এ আরও কিছু পদ রয়েছে যেগুলি পূরণ করা হবে। আসুন জেনে নেওয়া যাক

 

1. প্রশাসন

 2. কৃষি ব্যবসা

 3.Analytics/BIU/কর্পোরেট কৌশল

 4.অডিট

 5.ব্যাংকিং অপারেশন এবং গ্রাহক সেবা

 6. শাখা ব্যাংকিং

 7. কমপ্লায়েন্স

 8. কর্পোরেট বেতন

 9. কর্পোরেট পরিষেবা

 10.ডিজিটাল ব্যাংকিং

 11. অর্থ ও হিসাব

 12. হাউজিং ফাইন্যান্স

 13. মানবসম্পদ

 14.IT

 15.আইনি/ভিজিল্যান্স

 16.বিপণন

 17.মাইক্রো ব্যাংকিং

 18. আউটডোর কালেক্টর

 19. ইনডোর স্টাফ

 20. খুচরা সম্পদ

 21.ঝুঁকি

 22.এসএমই এবং এমএসএমই ব্যাঙ্কিং

 23. ট্রেড ফাইন্যান্স

 24. কোষাগার

 25. পাইকারি ব্যাংকিং

 

 শিক্ষাগত যোগ্যতা :

যে সকল প্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে নূন্যতম মাধ্যমিক পাশ ( তবে পদ অনুযায়ী যোগ্যতা আলাদা আলাদা হতে হবে)। এছাড়াও উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর ও উচ্চ যোগ্যতা থাকলে যোগ্যতা যোগ্যতা অনুযায়ী বিভিন্ন পদে আবেদন করতে পারবে।

কী কাজে নিযুক্ত করা হবে :

 যে সমস্ত চাকরি প্রার্থী Bandhan Bank এ বিভিন্ন পদে আবেদন করবে তাদের মূলত দুই ধরনের কাজে নিযুক্ত করা হয়ে থাকে ( যদি উচ্চ যোগ্যতা থাকে তাহলে এক্ষেত্রে উচ্চ পদও রয়েছে) । অফিসের ভিতরে বিভিন্ন অফিসিয়াল কাজে নিযুক্ত করা হতে পারে এবং অফিসের বাইরে লোনের টাকা সংগ্রহ বা দল চালানোর কাজ করতে নিয়োগ করা হতে পারে ।

 Bandhan Bank এ কীভাবে আবেদন করবেন?

সাধারনত দুই মাধ্যমে আবেদন করতে পারবে।  Online ও Offline এই দুই মাধ্যমে আবেদন করতে পারবেন। কিন্তু অফলাইনের থেকে অনলাইনে আবেদন করলে ব্যাঙ্কের কাছে তাড়াতাড়ি গ্রহণ যোগ্য।

 

অনলাইনের মাধ্যমে আবেদন পদ্ধতি :

 অনলাইনে আবেদন করতে বন্ধন ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট এ যেতে হবে ( Bandhan Bank Career) , তারপর Upload Resume অপশনে ক্লিক করে আবেদন করতে পারবে । এছাড়াও আবেদন করার লিঙ্ক নিচে দেওয়া হবে সেখানে ক্লিক করলেই ডাইরেক্ট আবেদন ফর্ম খুলে যাবে।

 

 আবেদন করতে জরুরি নথিপত্র : 

প্রার্থীকে প্রথমে Resume বানাতে হবে সঙ্গে নিজের সমস্ত ডিটেইলস পূরণ করতে হবে । Resume-এ আধার কার্ড,ভোটার কার্ড,এডমিট কার্ড, সমস্ত যোগ্যতার মার্কসিট সহ অভিজ্ঞতা থাকলে সব কিছু উল্লেখ করতে হবে। মনে রাখবেন Resume দেখে নিয়োগ করা হবে তাই আপনার যোগ্যতা ও অভিজ্ঞতা থাকলে উল্লেখ করতে ভুলবেন না।

 

Bandhan Bank এ নিয়োগ প্রক্রিয়া ?

যে সকল প্রার্থী Resume আপলোড করবে সেই সকল প্রার্থীদের আবেদন করার কিছুদিনের মধ্যে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়ে থাকে এবং Resume এর ভিত্তিতে প্রার্থীর উপযুক্ত পদের জন্য ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিই-এ পাশ করলে আপনাকে ট্রেনিং দিয়ে ডকুমেন্টস ভেরিফাই করে কাজে নিযুক্ত করবে।

 

এটা কোনো অফিসিয়াল নোটিশ থেকে নয়, ওয়েবসাইট এ থেকে পাওয়া তথ্য মাত্র :

 

Official website : Click Here

 

Online Apply Link :  Click Here

Leave a Comment