আধার দপ্তরে একাধিক পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ, এখনই আবেদন করুন -Aadhaar Department Job Recruitment

চাকরিপ্রার্থীদের জন্য আধার দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভারত সরকারের আধার দপ্তর কর্তৃক বিজ্ঞপ্তি জারি করে একাধিক শূন্য পদে আবেদনের জন্য ভারতের যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন চাওয়া হয়েছে। মহিলা কিংবা পুরুষ প্রার্থী সকলে আবেদন জানাতে পারবেন। ভারতের বাসিন্দা হলে এক্ষেত্রে আবেদন করা যাবে। যোগ্যতার নিরিখে যে সমস্ত প্রার্থীর আবেদন জানাতে চাই তারা শেষ পর্যন্ত পড়বেন। নিচে ধাপে ধাপে সংশ্লিষ্ট নিয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। Aadhaar Department Job Recruitment

Aadhaar Department job recruitment

পদের নাম : এক্ষেত্রে মোট 4 ধরনের পদে নিয়োগ করা হবে

1. সেকশন অফিসার

2. টেকনিক্যাল অফিসার

3. অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার

4. অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার

বয়স সীমা : সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের ন্যূনতম বয়স ১৮ বছর এবং সর্বাধিক বয়স থাকা দরকার ৫৬ বছর কিংবা তার নিচে।

রাজ্যে 57 হাজার বেতনের কৃষি বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, এখনই আবেদন করে ফেলুন -WB UBKV Job Recruitment

মাসিক বেতন : প্রত্যেক পদের ক্ষেত্রে মাসিক বেতন আলাদা আলাদা তবে প্রাথমিকভাবে ন্যূনতম পদের জন্য মাসিক বেতন শুরু হবে ৩৫ হাজার ৪০০ টাকা এবং সর্বাধিক পদের জন্য মাসিক বেতন শুরু হবে ৪৭ হাজার ৬০০ টাকা থেকে।

শিক্ষাগত যোগ্যতা : উপরোক্ত পদগুলোতে আবেদন করতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন পদের জন্য বিভিন্ন থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট নোটিশ অনুযায়ী পরিপূর্ণ থাকতে হবে। যোগ্যতার সম্পর্কে আরো বিস্তারিত তথ্য অফিসিয়াল নোটিশ থেকে দেখে নিবেন অথবা নিচে অযোগ্যতা সম্পর্কে একটি চার্ট দেওয়া হল তা দেখে নিবেন।

নিয়োগ প্রক্রিয়া : সংশ্লিষ্ট দপ্তর কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীদের যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে নিয়োগ করা হবে। নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে সংশ্লিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে দেখে নিবেন।

কলকাতা মেট্রোরেলে আবারও কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করতে বিস্তারিত পড়ুন -Kolkata Metro Job Recruitment

আবেদন প্রক্রিয়া : যোগ্যতার নিরিখে যে সমস্ত প্রার্থীরা আবেদন জানাতে আগ্রহী তাদের এক্ষেত্রে নিদিষ্ট আবেদন পত্র জমা করতে হবে। আবেদন পত্রটি সঠিক ভাবে পূরণ করতে হবে। এরপর তার সঙ্গে প্রয়োজনীয় সমস্ত তথ্য নির্ভূল ভাবে পূরণ করতে হবে। এরপর আবেদন পত্রের সঙ্গে জরুরি ডকুমেন্টস সমূহের জেরক্স কপি জমা দিয়ে The Director (HR), Unique Identification Authority of India (UIDAI), Data Centre, Technology Centre-Office Complex Plot No. 1, Sector-M2, IMT Manesar, (Gurugram) – 122050 ঠিকানায় জমা করতে হবে।

রাজ্যের জন্য ফের প্রকল্পের উপহার মমতার! পেতে পারেন নগদে 5000 টাকা! রইল বিস্তারিত -West Bengal Government Scheme

আবেদন করার তারিখ সমূহ : আবেদন পত্র জমা করার শেষ তারিখ 07-10-2024।

আরও খবর পড়ুন : ক্লিক করুন

আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে বিস্তারিত জেনে নিবেন –

Official Notification : Download

WhatsApp ChannelJoin Now
Telegram ChannelJoin Now