WB Govt Job Recruitment 2025: দীর্ঘ অপেক্ষার পর পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতী জন্য দারুন সুসংবাদ কেননা পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক এর ভীষণ জারি করা হয়েছে নিয়োগের জন্য। পশ্চিমবঙ্গের ২৩ জেলার চাকরি প্রার্থীগণ এক্ষেত্রে আবেদন জানাতে পারবেন। অষ্টম শ্রেণী পাস কিংবা শুধু মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই পাবেন দারুন সুযোগ। একটি দুটি নয় এক্ষেত্রে প্রায় আট হাজারেরও বেশি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। আপনি যদি একজন পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন এবং দীর্ঘদিন ধরে অষ্টম পাসে প্রচুর শূন্য পদে আবেদন জানাতে চান তাহলে এটি সুযোগ আপনারই জন্য। এখানে আপনি অনলাইনে আবেদন করে এই সুযোগ নিতে পারেন এবং পরীক্ষায় সফল হলেই সরকারি চাকরি হয়ে যাবে।
আজকের এই প্রতিবেদনে সংশ্লিষ্ট নিয়োগ সম্পর্কে ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। নিচে শূন্য পদ, আবেদন পদ্ধতি, যোগ্যতা, বয়স, নিয়োগ পদ্ধতি সম্পর্কে ধাপে ধাপে বিস্তারিত দেওয়া হল –
কি কি শূন্য পদে নিয়োগ করা হবে :
এক্ষেত্রে রাজ্য স্টাফ সিলেকশন কমিশনের তরফে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে জানানো হয়েছে গ্রুপ ডি এবং গ্রুপ সি পদে নিয়োগ করা হবে। মোট প্রায় আট হাজার এর বেশি শূন্য পদ রয়েছে। পশ্চিমবঙ্গের ২৩ জেলা থেকে বিভিন্ন ডিভিশনে এই শূন্য পদ গুলি ভাগ করা রয়েছে।
যোগ্যতা ও বয়স : যেহেতু এক্ষেত্রে গ্রুপ ডি এবং গ্রুপ সি পদে নিয়োগ করা হচ্ছে তাই যোগ্যতা যথাক্রমে গ্রুপ ডি পদের জন্য অষ্টম শ্রেণী পাস থাকতে হবে এবং গ্রুপ সি পদের জন্য কমপক্ষে মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এ পাশাপাশি যে সমস্ত প্রার্থীরা আবেদন জানাতে চাই তাদের বয়স ন্যূনতম ১৮ বছর এবং সর্বাধিক ৪০ বছর বয়স পর্যন্ত থাকতে হবে। যদি কেউ সংরক্ষিত ক্যাটাগরি থেকে আবেদন করেন তাহলে সরকারের নিয়ম অনুযায়ী বয়সের উর্ধ্বসীমার ছাড় পাবেন।
বেতন কাঠামো ও চাকরির নিশ্চয়তা :এই চাকরিগুলি যেহেতু ও রাজ্য সরকারের অধীনে নিয়োগ করা হচ্ছে তাই রাজ্য সরকারের পে কমিশন অনুযায়ী মাসিক বেতন পেয়ে থাকবেন তারা। রাজ্য সরকারের গ্রুপ সি এবং গ্রুপ ডি লেভেল এর বেতনের নিয়ম অনুযায়ী চাকরি প্রার্থীরা বেতন পাবেন এবং তাদের চাকরি নিয়ে নিশ্চয়তা হিসেবে সরকারি পার্মানেন্ট হয়ে থাকবে।
কিভাবে আবেদন জানানো যাবে :
এই গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগের জন্য যারা আবেদন করতে আগ্রহী এবং উপযুক্ত যোগ্যতা রইবে তাদের আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে। এর জন্য পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এই ওয়েবসাইটে গিয়ে প্রথমে প্রার্থীদের রেজিস্ট্রেশন করে নিতে হবে এবং তারপর লগইন করে ফ্রমটি ফিলাপ করতে হবে। ফরম ফিলাপ চলাকালীন জরুরী সমস্ত তথ্য ও নির্ভর ভাবে পূরণ করতে হবে এবং নির্দেশ মতো জরুরী ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে। শেষে ক্যাটাগরি অনুযায়ী আবেদনমূল্য জমা করে ফাইনাল সাবমিট করতে হবে।
কিভাবে নিয়োগ করা হবে :
প্রথমত যে সমস্ত প্রার্থীরা আবেদন জানাবেন সে সমস্ত প্রার্থীদের জন্য আয়োজন করা হবে লিখিত পরীক্ষা অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন হিসাবে। এরপর সেই পরীক্ষার ফলাফল বের করানো হবে এবং যারা সফল হবেন তাদের জন্য ইন্টারভিউ এর আয়োজন করা হবে। ইন্টারভিউ এর সফল হলে প্রার্থীদের সরাসরি নিয়োগ পত্র হাতে তুলে দেওয়া হবে।
আবেদনের তারিখ সমূহ : এক্ষেত্রে নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহ থেকে আবেদন পত্র গ্রহণ শুরু হচ্ছে এবং ডিসেম্বর মাস পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবেদন করার পূর্বে আরো বিস্তারিত জানতে হলে অথবা অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করতে হলে রাজ্য সরকারের সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন

