জজ কোর্টে কর্মী নিচ্ছে রাজ্য সরকার, অষ্টম ও মাধ্যমিক পাশে চাকরির সুযোগ, এক্ষুনি আবেদন করুন

ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের বর্তমান সময়ে সবথেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বেকারত্বের সমস্যা। ছেলে-মেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার পরও যোগ্য চাকরি পাচ্ছে না। এবার যে সকল বেকার যুবক-যুবতীরা চাকরির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের জন্য একটি সুখবর রয়েছে। সম্প্রতি বাঁকুড়া জেলার জজ কোর্টে বেশ কিছু কর্মী নিয়োগের ‌নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিভিন্ন পদে যারা চাকরি পাবেন তারা বেতন হিসেবে প্রতি মাসে ১৭৭০০- ৭৪,৫০০ টাকা পর্যন্ত আয় করতে পারবেন। তবে এই জজ কোর্টে বিভিন্ন কর্মী নিয়োগের চাকরির জন্য আবেদন করতে হলে কি কি যোগ্যতা থাকতে হবে? কত দিনের মধ্যে আবেদন পত্র জমা দিতে হবে? প্রভৃতি প্রশ্নের উত্তর পেতে আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন।

জজ কোর্টে কর্মী নিচ্ছে রাজ্য সরকার, অষ্টম ও মাধ্যমিক পাশে চাকরির সুযোগ, এক্ষুনি আবেদন করুন

পদের নাম- বাঁকুড়া জজ কোর্টে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে আপার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক, পিয়ন, নাইট কার্ড প্রভৃতি নিয়োগের কথা উল্লেখ করা হয়েছে।

শূন্যপদের সংখ্যা- এই বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে যে ৯৯টি শূন্য পদ রয়েছে বাঁকুড়া জেলার জজ কোর্টে।

যোগ্যতা– বাঁকুড়া জেলার জজ কোর্টের বিভিন্ন কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে আবেদন করতে গেলে প্রার্থীদের অষ্টম শ্রেণি থেকে গ্রাজুয়েশন ডিগ্রী পাশ হতে হবে।

বয়সসীমা– এক্ষেত্রে প্রার্থীদের বয়স হওয়া বাঞ্ছনীয় ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। তবে এসসি, এসটি ও ওবিসি ক্যাটাগরির প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে ছাড় পাবেন। বয়সের হিসাব হবে ১.১.২০২৪ হিসাবে।

বেতন– বিজ্ঞপ্তি অনুসারে বলা হয়েছে যে প্রার্থীদের বেতন হবে ১৭৭০০-৭৪,৫০০ মধ্যে। বিভিন্ন ক্যাটাগরির কর্মীদের জন্য বিভিন্ন ধরনের বেতনক্রম রয়েছে।

আবেদন পদ্ধতি– বাঁকুড়া জেলার জজ কোর্টে আপার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক, পিয়ন, নাইট গার্ড প্রভৃতি পদের জন্য আবেদন করতে হলে প্রার্থীদের প্রথমে https://www.calcuttahighcourt.gov.in/ এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে। সেখানে গিয়ে নির্দিষ্ট আবেদন পত্রে আবেদন করে প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করলেই আবেদন পত্র জমা দেওয়া সম্পূর্ণ হয়ে যাবে। তবে আবেদন পত্রের সঙ্গে আবেদন ফিও জমা করতে হবে। বিভিন্ন ক্যাটাগরির পদের জন্য বিভিন্ন ধরনের আবেদন ফি রাখা হয়েছে

আবেদন ফী-

১) আপার ডিভিশন ক্লার্ক Rs.৫০০/- Rs.৩০০/-
2 লোয়ার ডিভিশন ক্লার্ক Rs.৩০০/- Rs.২০০/-
3 সীল বেলিফ Rs.৩০০/- Rs.২০০/-
4 প্রসেস-সার্ভার Rs.২০০/- Rs.১৫০/-
5 গ্রুপ-ডি ২০০/- টাকা ১৫০/

নিয়োগ পদ্ধতি-

এই বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে যে লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট এবং পার্সোনালি টেস্ট এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদন শেষ তারিখ-আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হল ২৪.০৬.২০২৪। প্রার্থীদের অনলাইনে আবেদন ফী পেমেন্ট করা যাবে ২৬,০৬.২০২৪ পর্যন্ত।

Written By Nupur Chattopadhyay

অফিসিয়াল নোটিশ : ডাউনলোড

Home
Recent Posts
Scheme News
More News
× Add a menu in "WP Dashboard->Appearance->Menus" and select Display location "WP Bottom Menu"