5 Summer Internship 2025 :আপনি কি একজন চলমান ছাত্র বা ছাত্রী হন, আপনি যদি ২০২৫ সালে হাতে-কলমে অভিজ্ঞতা, ইন্ডাস্ট্রি এক্সপোজার ও ক্যারিয়ারে এগিয়ে যাওয়ার পথ খুঁজছেন? তাহলে আপনার জন্য সুখবর! ভারতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলি এবার দিচ্ছে অসাধারণ ইন্টার্নশিপ সুযোগ যা আপনাকে রিসার্চ, টেকনোলজি এবং ফিনটেকে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেবে। আসুন এই প্রতিবেদনে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক 

5 Summer Internship 2025

1.IIT Dharwad সামার ইন্টার্নশিপ প্রোগ্রাম ২০২৫

ফোকাস: মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ (ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান ও মানববিদ্যা)।

যোগ্যতা: যেকোনো UG/PG ছাত্র যাদের CGPA ≥ 6.5।

ইনটার্নশিপ মেয়াদ: ১–২ মাস (১২ মে–১৫ জুলাই ২০২৫)।

স্টাইপেন্ড: নির্দিষ্ট নয়, তবে মেন্টরশিপ ও ক্যাম্পাস সুবিধা অন্তর্ভুক্ত।

প্রজেক্ট: স্মার্ট ম্যাটেরিয়াল, ডিফেন্স সিস্টেম ও অ্যাডভান্সড টেকনোলজি।

আবেদন পদ্ধতি : IIT Dharwad-এর অফিসিয়াল পোর্টালের মাধ্যমে আবেদন করুন।

2.IIT Bhubaneswar সামার ইন্টার্নশিপ ২০২৫

ফোকাস: AI, ইনফ্রাস্ট্রাকচার ও আর্থ সায়েন্স।

যোগ্যতা: যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠানের ছাত্র।

মেয়াদ: ৩–৮ সপ্তাহ।

মাসিক স্টাইপেন্ড: প্রজেক্ট ভিত্তিক।

ডেডলাইন: ১০ এপ্রিল ২০২৫।

সুবিধা: হোস্টেল ও ল্যাব ব্যবহারের সুযোগ।

3.IIT-Delhi সামার ইন্টার্নশিপস ২০২৫

ফোকাস: AI, ওয়্যারলেস টেকনোলজি ও মেডিক্যাল ইমেজিং।

স্টাইপেন্ড: ₹৫,০০০/মাস থেকে ₹৪০,০০০ পর্যন্ত (প্রজেক্ট নির্ভর)।

মেয়াদ: ২–৩ মাস (শুরু: ৬ মে ২০২৫)।

প্রজেক্ট: LLMs, LiFi-WiFi ইন্টিগ্রেশন, ও রেটিনাল সিমুলেশন।

ডেডলাইন: ৩১ মার্চ ২০২৫।

4.IIT Hyderabad SURE প্রোগ্রাম ২০২৫

ফোকাস: আন্ডারগ্র্যাজুয়েট রিসার্চ।

স্টাইপেন্ড: ₹১৫,০০০ (২ মাসের জন্য)।

যোগ্যতা: যেকোনো ইঞ্জিনিয়ারিং UG ছাত্র।

রিসার্চ এরিয়া: রোবটিক্স, রিনিউয়েবল এনার্জি, ও ন্যানো টেকনোলজি।

4.Goldman Sachs ইঞ্জিনিয়ারিং ইন্টার্নশিপ ২০২৫

ফোকাস: ফিনটেক, সাইবার সিকিউরিটি, অ্যালগরিদমিক ট্রেডিং।

লোকেশন: বেঙ্গালুরু / হায়দ্রাবাদ।

স্টাইপেন্ড: ইন্ডাস্ট্রি লিডিং প্যাকেজ।

সুবিধা: PPO সুযোগ, মেন্টরশিপ ও গ্লোবাল নেটওয়ার্কিং।

এখানে তুলনামূলক টেবিল

ইন্টার্নশিপমেয়াদস্টাইপেন্ডফোকাস এরিয়াডেডলাইন
IIT Dharwad১–২ মাসনির্দিষ্ট নয়ডিফেন্স, ম্যাটেরিয়ালরোলিং
IIT Bhubaneswar৩–৮ সপ্তাহপ্রজেক্ট নির্ভরAI, ইনফ্রাস্ট্রাকচার১০ এপ্রিল ২০২৫
IIIT-Delhi২–৩ মাস₹৫,০০০ – ₹৪০,০০০AI, ওয়্যারলেস৩১ মার্চ ২০২৫
IIT Hyderabad২ মাস₹১৫,০০০রোবটিক্স, এনার্জিনির্দিষ্ট নয়
Goldman Sachs৮–১২ সপ্তাহউচ্চ স্টাইপেন্ডফিনটেক, ট্রেডিংরোলিং

কীভাবে সফলভাবে আবেদন করবেন?

  • প্রথমে রিজিউমে কাস্টমাইজ করুন: প্রাসঙ্গিক কোর্স, প্রজেক্ট ও স্কিল (যেমন Python, MATLAB)।
  • এরপর স্ট্রং SOP লিখুন: কেন আপনি এই ইন্টার্নশিপে আগ্রহী তা ব্যাখ্যা করুন।
  • তারপর ইন্টারভিউ প্রস্তুত: DSA, সিস্টেম ডিজাইন এবং সংশ্লিষ্ট বিষয় ভালোভাবে পড়ে নিন।
  • এরপর প্রাথমিকভাবে আবেদন করুন: ডেডলাইনের অনেক আগেই আবেদন করুন।

কেন এই ইন্টার্নশিপগুলো গুরুত্বপূর্ণ?

  • স্কিল ডেভেলপমেন্ট: AI/ML, সাইবার সিকিউরিটি, রিনিউয়েবল এনার্জি ইত্যাদির উপর প্র্যাকটিক্যাল জ্ঞান।
  • ইন্ডাস্ট্রি কানেকশন: ভবিষ্যতের চাকরি বা রিসার্চে সুবিধা।
  • একাডেমিক গ্রোথ: অনেক ইন্টার্নশিপ থেকে পাবলিকেশন বা রিসার্চ পেপার তৈরি হয়।

আপনি যদি আপনার ক্যারিয়ারকে একটি নতুন দিগন্তে নিয়ে যেতে চান, তাহলে এই ৫টি ইন্টার্নশিপ আপনার জন্য হতে চলেছে আদর্শ। এখনই প্রস্তুতি নিন, আবেদন করুন, এবং আপনার দক্ষতা ও ভবিষ্যৎ গড়ে তুলুন।তবে আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিবেন –

By Mr Jobre

I writing content for several years. I write content related to job,scheme,business and educational related update. Please forgive me for any typing mistake or others.