India Post Office Franchise Business : মাত্র ৫০০০ টাকার বিনিময়ে পোস্ট অফিস ফ্র্যাঞ্চাইজির সূবর্ণ সুযোগ‌। এই সুযোগ প্রদান করা হচ্ছে ভারতীয় ডাক বিভাগের তরফে। বর্তমানে সমগ্র ভারতবর্ষে ১.৫৫ লক্ষ পোস্ট অফিস রয়েছে, যা পোস্ট অফিসের যাবতীয় কাজকর্ম পরিচালনায় জন্য যথেষ্ট নয়। তাই ভারত সরকার একাধিক ডাক বিভাগ খোলার পরিকল্পনা গ্রহণ করেছেন। ভারত সরকার দেশের প্রতি পাঁচ কিলোমিটার দূরত্বে ব্যাঙ্কিং পরিষেবা প্রদানের লক্ষ্যমাত্রা নিয়েছেন। তবে এত দ্রুত প্রতি ৫ কিলোমিটার দূরত্বে ব্যাংকিং পরিষেবা প্রদান করা সম্ভব নয়। তাই ভারত সরকার পোস্ট অফিসের মাধ্যমে এই লক্ষ্য পূরণ করতে চাইছেন।

India Post Office Franchise Business 

এই উদ্যোগের মাধ্যমে দেশের সাধারণ জনগণকে পোস্ট অফিস ফ্র্যাঞ্চাইজি খোলার সুযোগ দেওয়া হচ্ছে।আগ্রহী ব্যক্তিরা নিজস্ব এলাকায় পোস্ট অফিসের ফ্রাঞ্চাইজি খোলার মাধ্যমে ভালো উপার্জন করতে পারবেন। এর ফলে বেকার সমস্যা কিছুটা হলেও লাঘব হতে চলেছে, এর পাশাপাশি ডাক পরিষেবার যাবতীয় কাজকর্ম পরিচালনা হবে। নিম্নে ডাক বিভাগে ফ্রাঞ্চাইজি খোলার বিস্তারিত তথ্য আলোচনা করা হলো। আগ্রহী ব্যক্তিরা প্রতিবেদন বিস্তারিত দেখে যাচাই-বাছাই এর মাধ্যমে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করুন।

India Post Office

পোস্ট অফিস ফ্র্যাঞ্চাইজি কি কি সুবিধা প্রদান করা হবে: –

আগ্রহী ব্যক্তিরা ভারতীয় ডাক বিভাগের ফ্র্যাঞ্চাইজি খোলার মাধ্যমে দুই রকম ভাবে উপার্জন করতে পারবেন। যেমন – প্রথম উপায়ে আপনি ফ্র্যাঞ্চাইজি আউটলেট খুলতে পারেন এর মাধ্যমে টাকা রোজগার করতে পারেন। দ্বিতীয় উপায় হল ভারতীয় ডাক বিভাগের এজেন্ট হয়ে বিভিন্ন জায়গায় ঘুরে পোস্টাল পরিষেবা প্রদান করে কমিশনের মাধ্যমে রোজগার করতে পারেন।ফ্র্যাঞ্চাইজি আউটলেট মডেলে শুধুমাত্র কাউন্টার পরিষেবা প্রদান করা যাবে। ডেলিভারি এবং ট্রান্সমিশন ভারত পোস্টের নিজস্ব নেটওয়ার্ক দ্বারা পরিচালিত হবে। এই মডেলের অধীনে স্ট্যাম্প এবং অন্যান্য স্টেশনারি সামগ্রী বিক্রি করা যাবে। এছাড়া পার্সেল, মানি অর্ডার, ই-পোস্ট পরিষেবাও প্রদান করা হবে এখানে।

পোস্ট অফিস ফ্র্যাঞ্চাইজির আবেদন যোগ্যতা: –

পোস্ট অফিস ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে আর্থিক উপার্জনের সুবর্ণ সুযোগ রয়েছে। তবে আবেদন প্রক্রিয়ায় সকলে অংশগ্রহণ করতে পারবেন না। আবেদনকারী ব্যক্তিদের নিম্নলিখিত যোগ্যতার প্রয়োজন রয়েছে, যথা-

  • আবেদনকারী ব্যক্তি অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, আবেদনের বয়স ন্যূনতম ১৮ বছর হতে হবে।
  •  আবেদনকারী ব্যক্তিকে কোন স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস হতে হবে। এর পাশাপাশি কম্পিউটারের দক্ষতা থাকলে ভালো হয়।
  • ডাক বিভাগের কাজকর্ম পরিচালনার জন্য যোগাযোগের মাধ্যম থাকতে হবে।
  •  ডাক বিভাগের ফ্রাঞ্চাইজি খোলার জন্য সিকিউরিটি মানি হিসেবে ন্যূনতম ৫০০০ টাকা জমা রাখতে হবে।

সুখবর! রেলে 58 হাজার Group D কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেল, এখনই বিস্তারিত পড়ুন – Railway Group D Job Recruitment

পোস্ট অফিস ফ্র্যাঞ্চাইজি আবেদন পদ্ধতি:

ভারতীয় ডাক বিভাগে ফ্রান্সের যে খোলার জন্য আগ্রহী ব্যক্তিদের ডাক বিভাগের প্রধানের কাছে আবেদন পত্র জমা দিতে হবে। আবেদনকারী ব্যক্তির প্রদান করার তথ্য সঠিক হলে আবেদন করার ১৪ দিনের মধ্যেই সদ উত্তর পাওয়া যাবে। তবে ভারতীয় ডাক বিভাগের ফ্র্যাঞ্চাইজি মডেলে আবেদনকারী ব্যক্তিদের কোন মাসিক বেতন প্রদান করা হয় না। আবেদনকারী ব্যক্তির কমিশনের ভিত্তিতে রোজগার হয়। তাই যত বেশি পরিষেবা প্রদান করতে পারবেন আপনাদের উপার্জন ততই বাড়তে থাকবে।

আপনার এলাকায় ডাক পরিষেবা প্রদান করতে চাইলে নিকটবর্তী ডাক বিভাগের প্রধান কর্তার সঙ্গে যোগাযোগের মাধ্যমে বিভাগে ফ্র্যাঞ্চাইজি আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করুন। এই সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য পেতে নিকটবর্তী ডাক বিভাগে যোগাযোগ করুন।

 

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

By JR Team

I write content for several years. I have well experience in job related content writing. Besides I write Government update related content such as Government announced, Schemes and Education related many content.