রেলে বিপুল Group C ও D কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, মাধ্যমিক পাশে এখনই আবেদন করুন – Railway Job Recruitment

Railway Job Recruitment : দীর্ঘ প্রতীক্ষার অবসান, ভারতীয় রেলের তরফে অবশেষে গ্রুপ- সি এবং গ্রুপ- ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। রাজ্যের সকল চাকরিপ্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন। ২০১৯ সালের পর ভারতীয় রেলের তরফে গ্রুপ- ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। যার প্রতীক্ষায় বসেছিল কয়েক লক্ষ চাকরিপ্রার্থী।

সাম্প্রতিক ভারতীয় রেলের নন টেকনিশিয়ান (NTPC) পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইন আবেদন পর্ব সমাপ্ত ঘটেছে যার পরীক্ষা আসন্ন। এরই মাঝে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। মাধ্যমিক পাস যোগ্যতায় চাকরি প্রার্থীরা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। নিম্নে ভারতীয় রেলের গ্রুপ- সি এবং গ্রুপ- ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য যেমন – শূন্যপদে সংখ্যা, বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, আবেদনের তারিখ প্রভৃতি আলোচনা করা হলো। তাই আপনি একজন চাকরিপ্রার্থী হলে প্রতিবেদনটি বিস্তারিত দেখুন।

Railway Job Recruitment

•নিয়োগ সংস্থা ( Railway Job Recruitment) :

ভারতীয় রেলে গ্রুপ- সি এবং গ্রুপ- ডি পদে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এই নিয়োগ প্রক্রিয়াটি ইস্টার্ন রেলওয়ে তরফে সম্পূর্ণ করা হবে।

•পদের নাম :

ভারতীয় ইস্টার্ন রেলওয়ে তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে মূলত গ্রুপ- সি এবং গ্রুপ-ডি পদে নিয়োগ করা হবে।

•মোট শূন্যপদ :

ভারতীয় রেলের পূর্ব জোনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মোট শূন্যপদ রয়েছে ১১ টি।

•বয়স সীমা :

নিয়োগ প্রক্রিয়ায় অংশ গ্রহণকারী চাকরি প্রার্থীদের প্রয়োজনীয় বয়স ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৩ বছর। চাকরি প্রার্থীদের বয়স ১লা জানুয়ারি ২০২৫ তারিখ অনুযায়ী ধরা হবে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষণ শ্রেণীর চাকরিপ্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

•শিক্ষাগত যোগ্যতা :

আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য ৫০% নম্বর নিয়ে মাধ্যমিক /উচ্চমাধ্যমিক অথবা যেকোনো ট্রেডে ITI প্রভৃতি যোগ্যতার প্রয়োজন রয়েছে।

•আবেদন পদ্ধতি :

অনলাইনে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে। তার জন্য চাকরি প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট www.ner.indianrailways.gov.in সাহায্য নিতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে, সর্বপ্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন পূর্বে সম্পূর্ণ করা থাকলে সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। আবেদনের ফর্মে উল্লেখিত নাম ঠিকানা সহ শিক্ষাগত যোগ্যতার নথিপত্র প্রদান করতে হবে। নির্দিষ্ট ফর্মেটে রঙিন পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার, মাধ্যমিকের এডমিট কার্ড আপলোড দিতে হবে। সবশেষে আবেদন ফি জমা করলে আপনার আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হবে। সাধারণ চাকরি প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ৫০০ টাকা প্রদান করতে হবে। সংরক্ষণ তিনি চাকরি প্রার্থীদের আবেদন মূল্য ২৫০ টাকা।

আরও পড়ুন : রাজ্যের কলেজে 20,000 বেতনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, 23 জেলা থেকে আবেদন করুন – WB College Staff Job Recruitment

•প্রয়োজনীয় ডকুমেন্ট :

  • ১. আবেদনকারীর বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের এডমিট।
  • ২. শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র যথা – মার্কসিট, সার্টিফিকেট।
  • ৩. পরিচয় পত্র হিসেবে আধার কার্ডের, ভোটার কার্ড।
  • ৪. প্রার্থীদের সাম্প্রতিক তোলা রঙিন পাসপোর্ট সাইজের ফটো।
  • ৫. জাতীগত সংসাপত্র, বাধ্যতামূলক নয় যদি থাকে।
  • ৬. আবেদনকারীর স্বাক্ষর।

আরও পড়ুন : 1 লক্ষ টাকা হবে 3 লক্ষ! পোস্ট অফিসের এই স্কিমে রিটার্ন পান তিনগুণ – India Post Scheme

•আবেদন তারিখ :

অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে যা চলবে আগামী ইংরেজি ১১ নভেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত। আগ্রহী চাকরিপ্রার্থীরা দ্রুত আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করুন। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখুন। নিম্নে অফিসিয়াল বিজ্ঞপ্তি লিংক দেওয়া রয়েছে।

Official Notification : Download

Official Website : Click Here

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Leave a Comment

Home
Recent Posts
Scheme News
More News
× Add a menu in "WP Dashboard->Appearance->Menus" and select Display location "WP Bottom Menu"